রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে
তখন আমি রাত জেগে কেবল গল্প লিখেছি
তোমার আমার বিচ্ছেদকে ঘিরে,,
বছরের পর বছর পেরিয়ে গেছ
তুমি নেই আমাকে শূন্য করে চলে গেছে
অনেকটা দূরে হয়তোবা মহাকাশ ছাড়িয়ে,,
কেবল যুগের নিয়ম এখনো বদলাইনি
সে কিন্তু তার নিজের পথেই আবর্তিত
শুধু আমার আর তোমার মধ্যে বেড়েছে দূরত্ব,,
আবহাওয়ার পরিবর্তন এসেছে
শরতের শুভ্র আকাশে কাশ ফুলের ঘ্রান ভেসেছে
কিন্তু সেখানে আমি তোমাকে খুঁজে পাইনি,,
তোমার নূপুরের আওয়াজে হৃদস্পন্দন বেড়েছে
বদলেছে সময় বদলেছে ভাবনা
কিন্তু স্মৃতিরা আজও সেখানেই স্তব্ধ,,
অন্ধকার ঘরটা যখন কুরে কুরে খায় নির্লজ্জ ভাবনায়
সাদাকালো ধোঁয়ায় ফুসফুস হয়ে ওঠে বড্ডো নিস্তেজ
আর মস্তিষ্কে মৃদুমন্দ চিন্তায় চোখ দুটো লাল, হ্যাঁ তখন আমি নেশায় আক্রান্ত ,,
ভেতরে জমে থাকা কষ্টগুলো বন্দী হয়ে
রোজ দুবেলা স্নান করে জোৎস্নার আলোতে
না না মাদকের তিক্ত ক্রন্দনে।।