তুমি বলেছিলে সেই সন্ধে বেলায় আমি পথ চেয়ে থাকি
তুমি বলেছিলে বাগানের লাল গোলাপ টা শুধূ তোমার জন্য রাখি।
আজো আমি দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষাতে
গোলাপ এখনো হাতে আমার চাইছি তোমায় দিতে।
তোমার চিঠি পেলাম আজ শেষ বলাতে
গুলিয়ে যাচ্ছে হিসেব আমার মিলছে না কিছুতে।
তুমি বলেছিলে ভালোবাসা আমার তুমিই করেছ পূর্ন
তুমি বলেছিলে “তুমি শুধু আমার জন্য”।
তুমি গড়েছিলে সর্নালী দিন গড়েছিলে স্বপ্ন তুমি
তোমায় পেয়ে পেয়েছিলাম আমি ভালোবাসার একটু জমি।
আর এখন ছাড়লে , তুমিই আমার হাতটা
জেনে ও তুমি চলতে বাকি না চলা ওই পথ টা।
নির্ঘুম আমার রাত গুলি তোমার কাছে এলে
বুঝতে তখন কেমন হয়, কষ্ট কাকে বলে।
ওই অপেক্ষা ওই সন্ধে এখনো রোজ আসে
একা আমি দাঁড়িয়ে থাকি কেউ থাকেনা পাসে।
গোলাপ টা এখনো লাল হয়ে এখনো আছে ফোটে
শোকায়নি সে এখনো, হয়তো তোমার অপেক্ষাতে।