শূন্য দু-হাত পূর্ণ হল তোমার ছোঁয়াতে
ঘর-দুয়ার আজ পূর্ণ হল দক্ষিন হওয়াতে।
বইবে বাতাস সাঁজ সকালে আমার আঙিনাতে
পুকুর জলে পা-দোলাবো তোমার হাতটি হাতে।
তখন তুমি আনমনেতে হলকা গানের শুরে
স্বপ্ন তোমার অনেক দূর সাত সমুদ্র পারে।
সূর্যী তখন অস্ত যায় নেমে আকশ থেকে
পাখি রা সব বাসায় ফেরে হাওয়ায় একেঁবেকেঁ।
তখন তুমি হাতটা ছেড়ে চোখের ইসারায়
হয়তো বলো যেতে হবে সন্ধা হয়ে যায়।
অবুজ প্রেমের ইচ্ছে গুলো চাপা পড়ে তখন
আকুল আশায় ব্যাকুল হয় শূন্য দুটি মন।
তুমি তোমার বাড়ির পথে হাতটি আমার ছেড়ে
সাঁজ বেলার ওই সঙ্খ ধ্বনি তোমার ঘরে পড়ে।
মায়াবি এই সন্ধা খানি আবার কবে আসে
সেই সন্ধের অপেক্ষাতে আমি এখনো বসে।
******************