নদীর এপার আমার বাড়ী তোমার ওপারে
আমার ঘরে বৃষ্টি এলে, তোমার রৌদ্র পড়ে।
এপারে তে নৌকো বাঁধা ওপার ঘাট খালি
তোমার ঘাট বাঁধাই হলে আমার ঘাটে বালি।
তুমি বল এপাশ ভালো আমি বলি ওপাস
ওপারে তে বৃক্ষ ছায়া এপারে তে কাশ।
তুমি এখন অনেক দূরে যায় না আর ছোঁয়া
আসবে তুমি ফিরে একদিন তাই পথ চাওয়া।
তোমার জন্য অস্ত যায় সূর্য ঔ পাড়ে
হরিণ গুলো চায় তোমার দেখা তারাও নদীর পাড়ে।
তুমি তোমার ঊঁচু বাড়ি আর নিজের গল্প বলো
গল্প তোমার শেষ হলেই বাড়ি ফিরে চলো।
টাকাকড়ি অনেক তোমার অনেক দামি গাড়ি
বাগান ভরা গাছের সারি আর অনেক বড় বাড়ি।
**************