নির্ভীক অন্ধকারে অস্পষ্ট ছবিতে তোমায় পড়ে মনে
তোমায় নিয়ে হারিয়ে যাই সমুদ্র পাড় কিমবা গভীর বনে।
মেঘলা দিনে আনমনে তুমি খোলা মাথার চুলে
জানলা দিয়ে তাকিয়ে থাকো বৃষ্টি হবে বলে।
মেঘ নয়ণি নয়ন তোমার বৃষ্টি ফোঁটা খোঁজে
তোমার সাথে করবে দেখা তাই মেঘটাও আজ সাজে।
তোমার জড়িয়ে যাওয়া গানের সুরে পাগল ঝড়ো হাওয়া
এমন ভালো মরসুমেতে তোমায় খুঁজে পাওয়া।
উন্মাদ ঔ বৃষ্টিতে তোমার চুল গুলো যখন ভিজল
বৃষ্টি ভেজা গাছপালা সব নতুন করে সাজল।
তখন মনটা আমার হু হু করে তোমার দেখা চায়
বৃষ্টি ভেজা মনটা তোমার দেয়না একবার ও সায়।
তুমি তখন খোলা চুলে নিজেই মজে থাকো
হটাত কখন আনমনেতে আমায় পিছু ডাকো।
তখন হয় সন্ধা বেলা শঙ্খ ধ্বনি বাজে
নেইকো তখন আমার সময় আমি ছিলাম কাজে।

********************