বড়ই অন্ধকার আজ এ নীশিত
শুন্য স্তবধতা বাতাশের শব্দ আর ঝিঁ ঝিঁ র গীত।
আকাশ টা ভরেছে আজ মিটমিট করা তারায়
নদী কলধ্বনী,জল মৃদুপ্রায়, ভরা বলুকায়।
জনহীন এ রাত আর আমি একা বসে
হাজার কাজ শেষে তোমায় মনে পড়ে দিন শেষে।
এখনো খুজি তোমায় শহর তলি ভরা মানুষের ভিড়ে
তোমায় খুজি বাস ট্রাম ট্রনে, কখনো বা নৌ-চড়ে।
এই নিঃশব্দতা সেঁতে বাতাসের গন্ধে পাই তোমায়
তোমার কথা গুলো আমায় নদী স্রোতে বলে যায়।
তোমায় খুঁজি চাঁদ ছাড়া তারা ভরা আকাশে
আজো তুমি নিঃ-শ্বাসে বিশ্বাসে আছো মিশে।
তোমায় ও চাঁদ ছাড়া রাত একা লাগেনা আর
তোমাকে ছাড়া নৌ গুলো এখনো হয় পারা পার।
তুমি চলে গেছ থামেনি নদী স্রোত থামেনি বাতাস
তুমি চলে গেছ এখনো ফুটে মাঠ ভরে সাদা কাশ।