-------
ঘুম আসেনা রাত ভর-তে ,আগুন তামাক পাতায়
ছুঁয়ে গেলে ওই স্মৃতির পাতা , বুক কুরে কুরে খায়।
নাম ভুলেছি ,পুরোনো কথা জড়িয়ে জড়িয়ে যায়
কবিতার মাঝে আনাগোনা তোর, হঠাৎই রাত পোহায় ।
শেষ হলো কত জোনাকিরা সব , রাত সারা জ্বলে জ্বলে
চুপ হয়েছে হওয়া চলা চল,পাখিরা কথা বলে।
নিকোটিন শুধু জমা হয় আর ধুয়ো উড়ে উড়ে যায়
নিঝুম রাত্রি আর এলোমেলো রাত শুধু দুঃখ খুঁজে পায়।
আঁধার মুছে খুঁজে খুঁজে যায় শান্তির একটু আলো
আমি ভালো আছি বলে রাখি আজ , তুমিও থাকো ভালো।