আমার মতন হও
তবে আমি তোমার মতন হবো
আমার ভাষায় বলো
আমি তোমার ভাষা ছুবো
হিমেল হাওয়ায় গা জুড়োবো
প্রয়োজনে মুখ লোকাবো কার্নিশে
ফিরবো বলে
তোমার ফিরতি পথের নব যাত্রা ধ্বনিতে
আমাদের ভালোবাসার মনোহরা পথে