তোকে ভালোবাসি কিনা জানি না
এমনকি জানতেও চাই না
কিন্তু তোকে দেখার পর, কেন!
সর্বস্ব উজার করে ধাবিত হই, তোর ভুবন পথে
সে রহস্য বুঝি না

কেনইবা চারপাশের শত সৌন্দর্য ভিরে
এ চোখ ছুটে, ঐ চোখের ভাষা বুঝতে
কেনইবা ও  ঠোঁটে দিশেহারা হয়
আমার সারাটা দিন
কোন কারনে,তোর অস্পষ্ট অস্তিত্ব হয় আমাতে বিলীন
এই উদ্ভটতার উত্তর জানি না

শুধু এইটুকুই আমার জানা  
তুই ছাড়া;হ্যা তুই ছাড়া
এ হৃদয় পায় না উষ্ণতা
দিতে পারেনা কেউ অস্পর্শী বিষাদ ব্যাথা
তাই জাগেনি কোন অপেক্ষমান আশা  
অথবা পারেনি কেউ দিতে
শাশ্বত আলিংগনের নেশা

শুধু তুই  ব্যাতির‍্যাকে অন্য কেউ
পারে না এবং বোধহয় পারবে না
এমনকি,অন্য কোন অচীন ভুবন
মনহরী দেহ,সম্পত্তির পাহাড়  
প্রতিপত্তি কিংবা বেশ্যালয়ের কড়া পারফিউম
এসবের কিছুই পারেনা, এমনকি পারছে না
ভালোবাসাতে কিংবা স্বীয় স্বাত্তার পুর্নতার ঘোর কাটাতে

কিন্তু কেন! সে উত্তরটা আজও অজানা