ঝুম বৃষ্টিতে ভিজিয়ে দিক তোমার কলাপাতা রঙের শাড়ি
খোপায় কদম ফুটুক
হাতে থাকুক হাত
আর যুগল অধমাঙ্গ স্পর্শ করুক ভেজামাটি
মাটি আর তুমার মিশ্র গন্ধে
আর অঝোর বৃষ্টির ছন্দে
নাচুক অবাধ্য হৃদয়
চারপাশ জুড়ে বাজুক প্রনয়ের সুর
ঝুম বৃষ্টির ছন্দে
টান টান চোখের ঘোরে
অ্যাড্রিনাল গ্রন্থির জ্বালানিতে
গতিশীল করুক দেহ-মন
শ্রান্তি মিলুক কাংখিত আলিংগনে
ডুবে যাক এ জগত মনের গহীন অরন্যকে
রটে যাক এই নিষিদ্ধ রতি
সবুজের সমারোহে
অদ্ভুত এক হেচকা টানে
জমুক প্রেম ঠোঁটে-ঠোঁটে
অদৃশ্য কোন নিরবিচ্ছিন্ন মোহে
মিলেমিশে একাকার হোক দুটি মন আজ
এই বৃষ্টিস্নাত প্রাকৃতিক চিত্রপটে
চিত্ত ভরে উঠুক স্নায়ুবিক ঐক্যতানে
স্থবির হোক দু-ভুবন
অজান কোন স্তব্ধতায়
নৈশব্দিক মৌনতাতে