টাকার জন্য স্বপ্ন ভাংগে দই ফুচকার
টাকার জন্য স্বপ্ন ভাংগে পাহাড়ি সেই রাস্তার
টাকার জন্যই হারায় টিকিট সেরা সিনামাটার
আবার টাকার জন্য স্বপ্ন ভাংগে জগ্রত সেই রাতে
টাকার জন্যই স্বপ্ন ভাংগে ঝলমলে জোছনাতে
টাকায় হারায় সেরা সময়, সময়ের আবর্তনে
টাকায় হারায় স্বপ্ন মোদের, সস্তা স্ক্রিনে
আবার কয়েকটা টাকার অভাবেই
হারায় স্বাধের টাট্টু গাড়ি
পৈত্রিক ভিটের গহব্বরে
পালায় আপন রাধে, টাকার ঘরে
বেঞ্চির বাদাম ছেড়ে
আশাটাও যে হারায় শেষমেশ
টাকার ই অন্তিম শাসনে
টাকায় হারায় মায়ের স্বপ্ন
পাতার ঐ সংসারে
টাকায় বাড়ায় বাপের টেম্পার
প্রত্যাহিক অনটনে
স্বপ্ন মধ্যি টাকা রেখে
স্বপ্ন ঘুড়ে টাকার ঘোরে
জাগে সে এই রাত বিরাতে
আর বালিশ ঘুমায় নৈশব্দে
টাকার উপর টাকারা ঘুমায়
স্বপ্নরা ঘুমায় গিরিখাদে
চাকরি খুড়ে স্বপ্ন হারায়
টাকারই অস্পর্শে
আকাশ নীলে টাকা উড়ে
সপ্নের নাটাই ছেড়ে
দুঃসাহসিক ঘোরারা বন্দী
টাকার ঐ খোয়ারে
বাড়ি বন্দী, গাড়ি বন্দী
বন্দী সাধের ঘড়ি
আমি কিংবা তুমি বন্দী
টাকার মধ্যেই বন্দী মোদের হরি