আমাদের বন্ধুত্ব চিরকাল ধরে চলা অনন্ত পথের
আমাদের বন্ধুত্ব চির স্বরনীয় সময়ের
তাই আমাদের ভর করে সৃষ্ট ক্ষতগুলো
ক্ষনস্থায়ী বিষাদের,অর্থহীন সাময়িক সংলাপের
অতএব আমাদের বন্ধুত্বের জোয়ারে
স্রোতের মতন ভেসে যাবে সব
ক্ষনস্থায়ী মেঘের দল
বৃষ্টি ঝড়া রৌদ্দুরে
সুনীল আকাশ পানে
মেঘ এসে ভিড় জমাবে
ভেসে বেড়াবে, ঝরে পরবে
ভিজিয়ে দিবে আমাদের শহর
ঝুম বৃষ্টির জলে
চৈত্রের শুষ্ক মাটির বুকে স্বস্থি নিয়ে
পরবে টুপটাপ বৃষ্টি
তোমার আমার গ্রাম্য পথে
সেই ভিজে মাটির গন্ধে
মাতোয়ারা হবে আমাদের মন
উচ্ছাসিত হবে হৃদয়
ফুটবে হাসি, গাইবে গান
জমবে ভালোবাসা
ফুটবে নতুন প্রভাত
আর তুমার আমার হৃদয় জুড়ে
বাজবে, বাজাবে
এক নৈসর্গিক ঐক্যতান
তাই, আমাদের বন্ধুত্ব চিরকাল ধরে চলা অনন্ত পথের
আমাদের বন্ধুত্ব চির স্বরনীয় সময়ের
সোনালী দিনের, সোনালী ক্ষনের