আমি পাপী
পাপ আমার পায়ের নখ থেকে মাথার চুল অব্দি
আমার শরীরের চামড়ার লেপ্টে আছে পাপ
চোখের কোনে জমে আছে
এই হাত, এই পা
এমনকি কল্পনার জগৎ জুড়ে ছড়িয়ে আছে
আমার পাপ চিহ্ন
এই হারাই তো,এই ফিরি
এই ধরি,এই ছাড়ি
মুক্তি মিলেনা
ক্ষানিকটা পথ হেটে পিছুই
হেচকা টানে
পা পিছলে পরি কাদামাখা জলে