নিজেকে খোজতে গিয়ে
নিজেকে নিয়ে নিঃসঙ্গ থাকি
নিজেকে ভাংগি, গড়ি, বিলীন করি
নিজেকে নিয়ে চলবো বলে
আপন পথে, আপন রথে
আপনের পাশে

তাই খুজে খুজে মরি আমার
আমারই ভেতর নিবদ্ধ আমাকে