আমি লিখবো তোর এই অজানা গল্প
তোর আগোচরেই লিখবো
নিষ্প্রান নগরীর বুকে গড়ে উঠা
তোর অজানা শহরের রঙিন গল্প
আমি বার বার লিখবো
যতবার তুই ফিরে ফিরে তাকাবি!
ততবার আমি লিখবো
তোর চোখের ঐ দ্যুতিতেই পুষবো সব অব্যাক্ত কথা,ভাবনার সুদুরপুরে
তোর শব্দেই বাধবো সুর
রাংগাবো আমার মধ্য দুপুর
মনের অন্তপুরে আকবো তোর একে বেকে চলা এ পথ
যদি জানতে চাস কতবার!
তবে বলবো
যতবার তুই চমকে উঠে তাক লাগাবি, ঠিক ততবার আমি অপ্রেমের স্বপ্নে ছুরা গেথে এগোবো
তোর অস্পর্শী ছায়াপথে
তোর হাসি,তোর মুখ,তোর সুখ কিংবা দুখ
সহস্র মুহুর্ত ধরে বয়ে চলা মায়াবি ঠোট
তোর চিবুক
ঐ ফ্রেমবন্দী চোখ
তোর শাড়ির আচলে বয়ে যাওয়া আমার বসন্ত
এমনকি তোর বুকের মধ্যে চিরল শব্দে বয়ে যাওয়া শ্বাস -প্রশ্বাসেরও একক মালিকানা চাইবো
যদি জানতে চাস কত দিন চাইবো
তবে বলবো
ততদিন অব্দি চাইবো, যতদিন অব্দি থাকে এ শুষ্ক প্রাণ
ঠীক ততদিন অব্দি আমি লিখবো
এই আজানা গল্প
যতদিন না এ গল্পের শেষ দাড়িটা হাতে তুই দাড়াস, আমার ভাবনার পথে
ঠিক তত দিন; হ্যাঁ ততদিন
আমি তোর হাসিতেই আমার হাসি মেলাবো
চোখে চোখ মেলাবো,ভাবে ভাব মিলাবো, কথায় কথা মেলাবো, গল্পে-গল্প মেলাবো
ছন্দে ছন্দ মেলাবো,শব্দে শব্দ মেলাবো
শুধু, তুই তোর হিসেবটা কষে নিস
গল্পের শেষ কাটাকুটিতে
অপ্রেম অথবা প্রেমের ফলাফলে