এই প্রভাতেই টং এর দোকান খুলবে
দোকানীর এলার্ম বাজবে
রাস্তার ঝাড়ুদারের তরিঘরি শুরু হবে
কাক ডাকবে
চায়ের কাপে চাকুরীজীবির দিন শুরু হবে
এই প্রভাতেই
বৃদ্ধার তজবিতে দিনের গননাকার্য শুরু হবে
গৃহীনির চুলায় ফুটবে ভাতের চাল
শিশুরা আড়মোড়া ভাংগবে
কিশোর কিশোরীর
ঘুম ভাংগানীয়া ঘন্টা বাজবে
এই প্রভাতেই
বেকারত্বের রক্তচক্ষু টাটাবে ঘুমের ঘোরে
প্রেমিকের নির্ঘুম চোখ বিশ্রামে যাবে
প্রেমিকার স্বস্থির নিশ্বাসে
এই প্রভাতে
এই প্রভাতেই
ফুটপাত ছেড়ে দাঁড়াবে কোন আশ্রয়হীনা
কিংবা হাটবে কোন পথশিশু এক মনে
দুস্তরা ফুল হাতে বেরুবে
তুলে দিতে সেই ফুল কোন যান্ত্রিক কোমল হাতে
এই প্রভাতই, হাসবে কিংবা হাসাবে
কাদাবে কিংবা কাদাবে
বেচবে না হয় বেচাবে
জ্বলবে না হয় জ্বালাবে
পোড়বে না হয় পোড়াবে
এই প্রভাতই, চলবে কিংবা ফিরবে
আসবে কিংবা যাবে
বাজবে;বাজাবে
নাচবে কিংবা নাচাবে
এই প্রাভাতেই আশার বিজ্ঞপ্তি ছাপাবে
দিনের সমাপ্ত পথের
অবশেষে এই দিনটাও শেষ হবে
বাসী পত্রিকার কোন ভাজে