এই শহর ছেড়ে চলে যাচ্ছি , বহুদুরে
তবে জেনো, আবার আমাদের দেখা হবে
পাতা ঝড়া শীতের শেষে
কোন এক বসন্তে
ফিরে আসবো আমি
ক্ষনস্থায়ী প্রবেশাধিকার নিয়ে
যদি বেচে থাকি,মনে রেখো  
সৃতি মন্থনের চিত্রপট হাতে
আমি ফিরে আসবো
কোন এক সোনালী বিকেলে
পুরনো সেই স্বপ্নিল উঠোনে


একের পর এক কড়া নেরে যাবো
তুমাদের দরজায়
পৌছে দিতে আমার ভালোবাসার বার্তা
উচ্ছল আগামীর গানে গানে
অতএব, আমি আবার আসবো
তাই, '' চলে যাওয়া মানে প্রস্থান নয় ''
এই কথাটি লিখে রেখো
অন্তসরণীর দেয়ালিকায়
কারণ, কোন রৌদ্রজ্বল প্রহরে
মেঘ বন্দী আকাশের ছায়াতলে
এক রাশ ভালোবাসার বুনুনে
দেখা হবে আমাদের
সেই চিরসবুজ প্রান্তরে
ভালোলাগার মিছিলে

চিরায়ত ক্লান্তির শেষে
উষ্ণ প্রান্তর জুড়ে
কোন একদিন,হ্যা কোন একদিন
বয়ে যাবে আমাদের ভর করে ধেয়ে আসা স্বস্থির হাওয়া
মিলান্তিক হাসির ছটাতে
তাই, এক পশলা বৃষ্টি চেপে
অপেক্ষায় থেকো
ফিরে আসা, সেই দিনর জন্য
সেই ক্ষনের জন্য, সেই মুহুর্তের জন্য

যেদিন, মুক্ত আকাশ পানে তাকিয়ে
কোন, আচমকা অনুভুতির অনুররনে
সমবেত স্বরে আমরা গেয়ে উঠবো
আমাদের সেই প্রনয় কাব্য
মুখরিত কোলাহলে

তাই চলে যাচ্ছি
ছেড়ে যাচ্ছি, এই শহর
বহুদুরে
ততটা দূরে
ঠিক যতটা দূরে গেলে
আমাদের প্রত্যাহিক মিলান্তি মিশে যায়
বর্ষার জলে
ঠিক ততটা দূরে চলে যাচ্ছি
তুমাদের ছেড়ে