হাড়িতে ভাত চড়ানো হাতের চামড়ায় ভাজ পড়েছে
সেই সাথে ক্রমশ হ্রাস পাচ্ছে সক্ষমতা
মহাকালের জুয়েলে
ঘাম ঝরাতে ঝরাতে ক্লান্ত হৃদয়
হাপিয়ে উঠেছে
খোরপোশের জোয়াল টেনে
আশাজাগানিয়ার মূখপানে তাই তাকিয়ে আছে
ক্রমশ নিঃশেষ মুখী প্রাণ
ক্লান্তির বোঝা চেপে
ভোরের উদীয়মান সুর্যের আলোয়
কখন যে জোয়াল তুলে নিবে
আশাজাগানিয়া নিজ কাধে
সেই আশায় নির্বাক চোখে চেয়ে আছে
এক জোড়া অপেক্ষা
আগামীর আশ্বাসে
এই প্রজন্মের ভার যে আর সইছে না সসীম শরীরে
তাই আসিয়াছে পালা এখন নব প্রজন্মের দুয়ারে
শুধিতে হইবে গ্রাসকৃত ঋন তার
উপরি ফসলের ডোল বুঝাই করে
অতএব প্রস্তুত হও হে প্রজন্মের দাস
করায় গন্ডায় মিটাতে হবে পুর্বপুরুষের দায়
কিংবা করতে হবে পুরন প্রজন্মের উঠতি চাহিদা
যা বাড়ছে শিরায় শিরায়
তাই চাহিদা নিবারনে
তুলে নাও প্রজন্মের এই জোয়াল
বরাদ্দকৃত সময়ের পথে
আগামী এসে করা নেরেছে তুমার দুয়ারে
দ্বিধা ভুলে ক্লান্তিকে আলিংগনের জন্যে
অস্তিত্বকে সামলে নেবার জন্যে
তাই ঘুরে তাকাও এবার হে নব পথিক
সেই চিরচেনা নিঃশেষে পথের পানে
যে পথের পথিক হয়ে চলে গেছে
তোমার পুর্বপুরুষ
রওনা হও সেই পথে
প্রাগৈতিহাসিক কাল ধরে যে পথ
বয়ে চলেছে অজান পথে
ধরো সেই হাল
বাস্তবিকতা নামক ক্ষরাস্রোতে