প্রেমিক হবো বলে
ছায়াছবির ছায়া হয়ে প্রদর্শনী করেছি
চিত্রায়িত হয়েছি উপন্যাসের চরিত্ররুপে
কবিদের ন্যায় ঘুরেছি
গানের সুরে নিজেকে ডুবিয়েছি
শুধু প্রেমিক হবো বলে
নিজেকে ভেংগে গড়েছি
সুন্দরের কীর্তন শুনেছি
রবীন্দ্রের অমিত কিংবা সমরেশের অনিমেষ হতে চেয়েছি
হতে চেয়েছি সুনীলের কবিতার কথক
শুধু প্রেমিক হবো বলে
আমি দেশের কর্ণধার হতে চেয়েছি
হতে চেয়েছি বিশ্বমানবতার
কখনো নেমেছি রাস্তায়
কখনো বা গিয়েছি ধর্মতলায়
নয়তো মাতৃকুলে
অথবা রমণীর চোখের মায়ায় আবদ্ধ ওষ্ঠদ্বয়ে
জগতের শ্রেষ্ঠ প্রেমিক হবো বলে
আমি বিপ্লব বেসেছি
মানুষ বেসেছি
দেশ বেসেছি
পরিবার বেসেছি
রমনী বেসেছি
শুধু ভালোবাসা হয়নি নিজেকেই
শুধু প্রেমিক হবো বলে