আমি গরু আর শুকুরের মাংস
আমি টিকা না হয় টুপিতে স্পষ্ট
আমি অশান্ত পথের ডানা ভাংগা শান্তির পায়রা
আমি ফতোয়াবাজির বিভক্ত আয়না
আছি রক্ত রাংগা ধুতি অথবা পাঞ্জাবীতে
ক্ষোভ, ঘৃণা,হিংসে আর হানাহানিতে
তাই তুমি শুনতে হবে বাধ্য
না হয় তোমায় শুনাতে হবো অবাধ্য
প্রয়োজনে হবো সহিংস ছায়ার অন্তর্জালে
রচিত কোন আগ্রাসী ভুখন্ড
সৃষ্টি হবে বিভেদের মঞ্চ
বিষাদের মায়াপুরী
শান্তির বুকে দাঁড়িয়ে থাকা জলন্ত আগ্নেয়গিরি