অশরীরী তোমায় ভালোবেসে কি সুখের গতিক পাবো না!
তুমায় আলিংগনের ইচ্ছের দাফনেই কি তবে লিখা হবে এই চিত্রপট?
নাকি তুমি তুমার গলিত রুপে মুখ লুকোবে
যেখানে ক্ষুদা মিটলেও তৃষ্ণা ফুরায় না
ভাব আবেগের আকুতি মেটে না
মুক্তি বন্দী ঘড়ে!

তবে কি বিষাদ বৃষ্টিতে ভিজে
মিটিয়ে নেবো অসুখি তৃষ্ণা!
নাকি পচনশীল রুপ সাগর সাতরে বেড়াবো
পাড়ের খুজে! আসীম জলরাশির নুনতা জলে

বিরহ ছাড়া!,এক বিন্দু ভালোবাসাও কি তুমি তোলা রাখোনি,এই অতৃপ্ত হৃদয়ের জন্যে!
বিষাদের হাওয়ায় উড়িয়েছো কি তবে
আমার তুমাকে চাওয়া সব খোলা চিঠি
এই উত্তাল বসন্তের নিঃসংগতায়
নাকি আমি ভুল করেছি?
তোমার শহরে বুকের
শুন্যে উড়িয়ে বাসনার ঘুড়ি


উত্তর দাও অশরীরী
উত্তর দাও আমায়
কি ভুল ছিলো আমার তুমায় ভালোবেসে?
কি ভুল ছিলো কবিতার স্তবকে স্তবকে  তোমায় সাজিয়ে!

উত্তর দাও অশরীরী, উত্তর দাও
জবাব দাও
এই বিষাদ রাংগা ভালোবাসার  পুর্নতা কোথায়
কোথায় এ পথের শেষ
কোথায় এর মুক্তি!

আমায় নিয়ে চলো সে পথে
কাছে ডেকে অভেধ্য করো
তুমার শ্বাসত সত্তায়
অধিকার দাও তুমায় আকড়ে ধরার
তুমার মাঝে নিজকে জড়িয়ে ফেলার

নিয়ে চলো আমায় সেই সুখপুরের দরজা খুলে
এই বিষদের ঝড়ের বেগ সামলে
ধেয়ে এসো এই উষ্ণ হৃদয়ে,দখিনা বাতাস হয়ে
শহস্র সময়ের ক্লান্তি শেষে
ক্লান্ত মনের একান্তে,সুখের পাখি হয়ে এসো
হৃদয়ের মগডালে
এক অন্যরকম আমাদের গল্পে