আর স্বপ্ন দেখতে ইচ্ছে হয় না
দুঃসাহস এসে মনে ভিড় করে না
মনের মধ্যে ভিড় করে এক শোকের মাতম
ক্ষিপ্র বাতাসে উড়ে কালো কপোত
আর ঐ দূর গুহায় শুনা যায় আহত সিংহের হুংকার
প্রতিদিন নিয়ম করে সকাল আসে বিকেল হয়
আবার রাত হয়ে ঘুরে আসে সকাল
তাতেও যেমন পরিবর্তন হয় না
ঠিক তেমনি পরিবর্তন হয় না, আমার এই চলতিপথে
আহত স্বপ্নগুলো যদিও মাঝে মাঝে
ঝাকি দিয়ে ঊঠতে চেষ্টা করে
কিন্তু ক্ষানিক বাদেই তা অসার হয়
নিকোষ কালো অন্ধকারে
নিশ্চলা শরীরকে মনে হয় মৃতপ্রায়
আর মস্তিষ্ক কে মনে হয় নিষ্কর্মা, মেদহীন, বুদ্ধিহীন এক জড়পদার্থ রুপে
ইচ্ছে করে নিজেই গড়ি দেহ- মনের সমাধিস্থান
নিজেই বন্ধ করি এই অথর্ব প্রাণ
যার চোখে পৃথিবী নির্বাক
আর পথগুলো ভেংগে চুরমার
আর আলো! সে তো পশ্চাৎপদে ছুটে নিয়ম করে প্রতিবার