আমি বাজনা বাজাবো না
কিন্তু তুমি খাজনা দিতে বাধ্য থাকবে
আমি খাজনা চাইবো না
তবু তুমি খাজনা পরিশোধে উদগ্রীব হবে
যখন খাজনার দায়ে
দখলদারীত্ব হারাতে বসবে তোমার ঘড়
যখন খাজনা পরিশোধের বেলা বয়ে যাবে
তোমার আংগিনায়
তখন তুমাকেই ঘুড়ে দাঁড়িয়ে দিতে হবে
সেই খাজনার মুল্য
পরিশোধ করতে হবে সব প্রদেয় বিল
মস্তিষ্কের প্রকম্পনে
তোমাকেই দিতে হবে
বাজনা না বাজলেও তুমি দিতে বাধ্য থাকিবে
ইচ্ছে অথবা অনিচ্ছেতে
তুমাকে খাজনা মিটিতেই হবে
শেষ প্রহরের হিসেবের খাতায়
তোমাকে লিখতেই হবে সেই হিসেব
বকেয়া পরিশোধের তীব্রতায়
আমি বাজনা বাজাবো না
কিন্তু তুমি খাজনা দিতে বাধ্য থাকবে
আমি খাজনা চাইবো না
তবু তুমি খাজনা পরিশোধে উদগ্রীব হবে
মস্তিষ্কের রক্তক্ষরনে