তুমিও কি আছো জেগে!
আমার মতন
কল্পনার ঘোরে
নিদ্রাখেকো স্বপ্নের ডালি সাজিয়ে
তুমিও কি চাও শ্বাশত আদিমতা
আমার তৃষ্ণার্ত ঠোটে!
পাও কি টের
তুমাতে ছুটা আমার এ অবাধ্য মনের
শত শব্দের ভিড়ে
অনুভূতির আচ কি হানে তুমার অন্তপুরে!
মোহের দাবানলে!
আমার অস্তিত্ব কি ঘুড়ে
তুমার চারপাশ জুড়ে
অনুভবের স্পন্দন কি টের পাও
তুমার বুকের গভীরে
আচ্ছা তুমিও কি আছো জেগে!
নির্ঘুম এই শহরে
স্বপ্নের জাল বুনে
তুমিও কি অপেক্ষায় শ্বাশত আলিংগনের
বাস্তবাদী নৌকার হাল ছেড়ে!
তুমিও কি বুনছো শব্দ
এই অদুরে ভাবনায়
আমিময় তুমিতে
আমার তুমিময় ভুবনে!