টকবকে রক্তে বিপ্লব খেলা করে
চোখ রুক্ষ হয়ে আটকে থাকে
বুনে হিংস্রতার দেয়ালে
জীর্ন সির্ন দেহখানিও নিয়ে আসে টনের পর টন শক্তির বহর
ঘুটঘুটে আধারের কণ্টকাকীর্ণ ফুল্লেল পথে
রাত্রী নামে, বৃষ্টি আসে
শীতল হাওয়া সেটাও হারিয়ে যায়
ধুধু মরুভুমির বুকে
তবু মাথা নোয়াবার নয় বিধ্বস্ত হৃদয়
সুর্যের তাক করে রাখা কামানের মুখে
তাই চোখের রক্তবর্নে চিত্রপট আকে
নতুন আগামীর, নতুন প্রভাতের
দুসাহসিক শ্বাস প্রশ্বাসে
ধাবমান হয় ক্ষতবিক্ষত হৃদয়
কাল বৈশাখ ফুড়ে
নব প্রহরের আশ্বাসে