আনুভুতির প্রন্তদেশ জুড়ে
বাড়ছে দেয়াল, বিষাদের কাটাতারে
যাচ্ছে  মেঘ ঐদুর পুরে
দৃষ্টি  সীমা পার করে
বেদনার ছন্দ তালে

শেষ বিকেলর আধো আলোয়
উড়ছে পাখি, পথ ভুলে
ঝড়ো হাওয়ায় বুক পেতে
চলছে সে বেখেয়ালে
অপ্রাপ্তির দোয়ারে কড়া নেড়ে


রক্তিম হৃদয় তবু ছুটছে সেই পথে
মিধ্যে আশার ভাবনা ঘোরে
শেষ প্রহরে হৃদয় ভরাবে বলে
আধার জুড়ে
জোনাক জ্বলে টিম টিমে আলোতে

জ্বলবে বলে অগ্নিশিখা
নিকষকালো অন্ধকারে
অভেদ্য সত্তার বর্তিকা রুপে
তাই দাঁড়িয়ে দু-চোখ,সীমান্তের অগ্রভাগে
বিষাদ সুন্দর কবিতা মুখে

তাই আনুভুতির প্রন্তদেশ জুড়ে
বাড়ছে দেয়াল
বিভক্ত জগত গড়ে
বিষাদের কাটাতারে
অশ্রর ঝড়া নির্বাক চোখে