অহমিকার প্রসাদ বিলাসী
আমি নৃশংস প্রলয়ঙ্কারী,অগ্নিশর্মা নটবর
আমি সদা প্রস্তুত ভাংতে সম্মুখ ঘর
তাই নেই আশ্রিত হবার কোন প্রয়োজন
প্রহর থেকে প্রহর অব্দি
এখানে আছে শুধুই ঘর পোরানোর ঘোর
আর সেই ঘোরের উন্মাদনাতে
আমি ধ্বংস লীলার নটবর
যার বিষাক্ত ছোবল
লেগে আছে ইতিহাসের পরতে পরতে
এখনো চলছে সে বর্তমানের ঘড়ির কাটাতে
নেশাগ্রস্ত লালচে চোখের সুক্ষ্মতায়
দিনের পর দিন ধরে
চলমান এই সহিংস ধারায়
ব্যার্থ করে সকল অভ্যুত্থান
আমি পুরছি শহর
এই ধ্বংসলীলায়
এক অত্ববিধ্বংশী বাতুলতায়