আমি সমাজের দুয়ারে ভেংগেছি
পারিবারিক বিদ্বেষে ভেংগেছি
বৈষম্যের যাতাকলে ভেংগে চুর্ন-বিচুর্ন হয়ে গেছি
উপহাসে ভেংগে রাস্তার খোয়া হয়ে পরে থেকেছি
রক্তজবার নিংড়ানো রসের মতো ঝড়েছি প্রেমালয়ের ভক্তিসালায়
উপরে পড়েছি ধর্মের বিভক্ত ভাষায়

আমি রাজনীতির মঞ্চ ভেংগে পরেছি
রাষ্ট্রের চির ধরা স্তম্ভের নিচে চুপসে গেছি
নিজের ভেতর জমে থাকা বোবা শব্দের আঘাতে ধ্বংস হয় গেছি
আর এখন মস্তিষ্কের রক্তক্ষরনে স্তম্ভিত হয়ে পরে আছি
অবশেষের ধ্বংস্তুপে কাতরানো হৃদয় নিয়ে
নুয়ে আছি নিস্তেজ রজনীগন্ধার ন্যায়
মাঝরাত্রির শোকাহত কবিতে হয়ে