আমি ঘুমের মধ্যে টাকা দেখি
জেগে জেগে টাকা দেখি
খবরের কাগজে টাকা দেখি
ব্যাংকের ক্যাশে দেখি
বাজারে দোকানীর হাতে দেখি
শুধু শ্রমিকের ঘাম দেখি না
কৃষকের হাহাকার দেখি না
ক্ষুদার্থের আত্বচিতকার দেখি না
অভাগার অভাব দেখি না
টাকার ঝনঝনানি দেখাই আবাসিক ফ্লাটে
দামি গাড়িতে, সুন্দর নারীতে
রেস্টুরেন্ট আর ভ্রমণ প্লানে
শুধু টাকার উৎস মুলেই ফিরি না
নৈতিকতা বা মুল্যাবোধের ধার ধারি না
টাকার গন্ধ ছাড়া আমি আর কিছুই বুঝিনা
প্রয়োজনে মারী কৃষকের পেটে লাথি
শ্রমিকের ঘাড়ে ভাংগি লাঠি
আমি শুধু আমাকে নিয়ে সবার মধ্যে বাচি
সবার মধ্যে কেন পেতে চাও আমায় খুজি!