আমি দাড়ি টানবো বলে
কতাবাড় যে মধ্য পথে কমা দিয়ে রেখেছি
শুধু শেষ প্রান্তে পৌঁছাবো বলে
সেই হিসেব যদি কষতে
রাতের পর রাত বয়ে যাওয়া
এই নির্ঘুম প্রহর গুলো যদি বুঝতে
তুমিহীন এই মৃতপ্রায় হৃদয়ের পাশে যদি একটিবার বসতে
তবে বোধয় ঘুচত তোমার অন্য পাতায় গল্প লিখার ইচ্ছে
আমি দাড়ি টানবো বলে
কতবার মধ্য পথে কমা দিয়ে রেখেছি
শুধু শেষ প্রান্তে পৌছাবো বলে
সেই হিসেব যদি তুমি কষতে
আমার উদাসীনতার কারণ যদি খোজতে
একাকী জোজনা বিলাসের বিষাদ যদি দেখতে
কিংবা মেঘের পিঠে জমে থাকা ডাক বাক্স যদি খুলতে
তাহলে হয়তো বেকে যাওয়া ঐ পথেই ফেরত যাত্রা করতে
আমি দাড়ি টানবো বলে
কতবার মধ্য পথে কমা দিয়ে রেখেছি
শুধু শেষ প্রান্তে পৌছাবো বলে
সেই হিসেব যদি তুমি কষতে
শেষরাত্রির ছিড়ে ফেলা চিরকুট গুলো যদি কুড়িয়ে জুড়ে নিতে
জেগে দেখা স্বপ্ন গুলোতে যদি এসে ঘড় বাধতে
ঝি ঝি পোকার ঠোঁটে লেপ্টে দেয়া সেই সুরে যদি ঠোঁট মেলাত
হয়তো তুমি এপাশ ফিরে ঘুমের ঘোরে আমাকেই দেখতে
আমি দাড়ি টানবো বলে
কতবার যে মধ্য পথে কমা দিয়ে রেখেছি
শুধু শেষ প্রান্তে পৌছাবো বলে
সেই হিসেব যদি তুমি কষতে