ফুলের গভীরে লুকাইতো নীল তীর ধনুক
আর ভ্রমরের মৃতপ্রায় মনের অন্তমিলে সৃষ্ট ভ্রুন থেকে যে ভালোবাসার প্রদীপ জ্বলে উঠেছে
তার নিভু নিভু আলোয় ধাবমান পথের শেষ বিন্দু স্থির হয়ে পরে আছে রাস্তার নর্দমা কিংবা ডাস্টবিনে
তাই এই মৃতপ্রায় ভ্রুন এর জন্য নেই কোন
শ্বাশত চুক্তিবদ্দ্ব দুগ্ধপিণ্ড
সুসজ্জিত বাগান কিংবা ফুল্লেল বিছানা
তার জন্য নেই কোন কোমলাতা
বৃক্ষছায়া কিংবা ভালোবাসার মোহ মায়া
অবশেষের জীবন খাতায় জমে আছে শুধু
সর্বোচ্চ পর্যায়ের কিছু চুর্ন আলোর প্রতিবিম্ব
আর পৃথিবীর সেই চিরচেনা অন্ধকার
ভয়ানক সতর্কতা সৃষ্টি কল্পে এখানে নিয়জিত রয়েছে
কিছু মাংসো খেকো খেক শেয়ালের দল
আর ক্রন্দন বৃদ্ধিকল্পে উপস্থিত
রাতের অতন্দ্রপ্রহরী ফুটপাতের কিছু কুকুর
উদ্ধার কল্পের দায়িত্বপ্রাপ্ত পৃথিবীর দন্ডপ্রাপ্ত আসামীরা হয়তো এখনো নিখোজ
যারা হয়তো এখনো পায়নি এই বিতর্কিত অনুজ্জ্বল আলোর খোঁজ
তাই শেষ গন্তব্য মৃত্যু অথবা পৃথিবীর সেই চিরচেনা বদ্ধ কারাগার
যেখানে মুক্তির জন্য অপেক্ষা করতে হবে
সশ্রম কারাদন্ডের মওকুফ অব্দি
আর সংগ্রাম করে যেতে হবে
ঘুচাতে সেই মুক্তিবন্দী দশার
অন্ধকারের চিরোচেনা আইনসিদ্ধ নিয়মতন্ত্রে
তাই হে বিকশিত ভ্রুন তুমি অপেক্ষা করো
মৃত্যুর অথবা আজীবন দন্ডপ্রাপ্ত পৃথিবী নামক কারাগারের জন্য
যেখানে মুক্তির নাম বন্দীত্য
আর বেচে থাকা মানে বিনা দায়ে কাধে চাপানো পাপের বোঝা
আর বিনা টিকেটে প্রাপ্য নিলচে ভালোবাসা