আমি স্রষ্টায় বিশ্বাস করি,
নিয়ম করে নামাজ পরি,পুজো করি
কাচা-পাকা সুন্নতি দাড়ি
কপালেতে টিকলি মারি
আমিই ধর্মের হাইল ধরি!
তুমার মত কি মিয়া ঘুম পারি?
ঘুষের টাকায় গড়াইছি বাড়ি
রহমতের ছড়াছড়ি
হরির নামে যোজ্ঞ করি
সুদের টাকায় কিনছি গাড়ি
করি জোচ্চুরি আর বাটপারি
গরিবের হক কি আমি মারি?
মাঝে সাজে মিথ্যে বলি
সোসাল মিডিয়ায় চুটকি দেখি
আলহাজ্ব টাইটেল বিক্রি করি
ধর্ম দিয়া ব্যাবসা করি
নিয়মিত দান করি
তুমার মতন কি ঘুম পাড়ি?
আমিই ধর্মের হাল ধরি
তাই যোদ্ধ করেই যাবো মরি,
ফেইসবুক দিয়ে বাড়াবাড়ি!
লাঠি সোটা রাখছি রেডি
এবারের টার্গেট বাসিরের বাড়ি
ওদিগে হারাধনের ঘড় পুরি