এসো পড়ন্ত বিকেলের মনচুম্বনে
মনের দুয়ার খোলে
উদার্ত প্রান্তরে এসো
বিষদের পেয়ালা ফেলে
এসো উচ্ছল আগামীর গানে

এসো শীতল হাওয়া হয়ে
সহস্র বছরের ক্লান্তি শেষে
তৃষ্ণার্ত প্রানের আকুতিতে
নব সৃষ্টির মাতবে

অবিশ্বাসের দেয়াল চিরে
বেরিয়ে এসো
সত্য কুঠুরির আঘাতে
অসত্যের বাধন ছিড়ে

এসো ভালোবাসার অতল পুরে
দ্বিগ বিজয়ের মিছিল ধরে
শাশ্বতের  মাঠে  
নুতন সময়ের জুয়েলে

সহস্র শব্দশ্রোতে ভেসে এসো
উচ্ছল আগামী হয়ে
ম্লান করে সব বোবাকান্না
নব প্রহরে বৈতরণীতে

এসো তুমি মনের গহীনে
উচ্ছলতার অনুররনে