আমার খুব জানতে ইচ্ছে করে
তুই ও কি আমার মতন তন্দ্রাহীন রাত্রির বুকে ভাবনার ডালি সাজিয়ে রাখিস!
তুই ও কি ভবিষ্যতের বীজ বুনিস!
ভাবনার অতল পুরে
কল্পনা জগতের মধ্যমনি হয়ে
সপ্ন ডাংগার অতল পুরে
সপ্নের জাগরীনি সুরে কি
তোর প্রভাতী চোখের পাতা খোলে!
নাকি আমার ঘুমের স্বত্তাধিকারী হয়ে
বিলাসী ঘুমে রাত্রি ফুড়িয়ে দিস
বাস্তবিকতার ডাস্টবিনে ছুড়ে, এই ভালোবাসার ফানুস
কোন এক দুঃস্বপ্নের দায়ে
আমার খুব জানতে ইচ্ছে করে
জানাতে ইচ্ছে করে
আমি কতোটা বিভোর ঐ চোখের দ্যোতিতে
খুব করে, হ্যা খুব করে জানাতে ইচ্ছে করে
জানতে ইচ্ছে করে,শুনতে ইচ্ছে করে
কোন এক চমকিতো অনুররনে
ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি
শুধু তোকে