খুজতে গিয়ে হারিয়েছি
খুজতে চাওয়া ইচ্ছেগুলোকে
বলতে গিয়ে বলেছি
সব অপ্রয়োজনীয় বাক্য গুলোকে
চলতে গিয়ে চালিয়েছি
সব গতিহীন সময়কে
প্রত্যাশার শুষ্ক প্রান্তরে
বাস্তবতার তপ্ত সুর্যকিরনে
ভিজিয়েছি দু চোখ নোনা জলে
মিথ্যে আশ্বাসের মানিক্য মোহে
ছুটেছি পথ, ভুল সময়ে
ভুল বাতি জ্বেলে
বিপন্নপ্রায় জনপদজুড়ে