অপেক্ষার মেঘ ভেংগে বৃষ্টি ঝরে
তুমার দু-চোখে
অগুনতি সময়ের
ভুল ভাবনায়, ভুল সুরে
ইচ্ছের দাবানলে
তুমার বৃষ্টি নুপুর বাজে
আমার জানলার কার্নিশে
বিষাদের ছন্দ তালে
নীর হারা পাখি ডাকে
বেসুরো সুরে
শীতল হাওয়া বয়
তুমার উঠোন জুরে
জানলা ভেজে এ চোখের নোনা জলে
ও চোখের দৃষ্টির অগোচরে
তুমি ডাকবে বলে ঐ নীরে
তাই এই কাক ভেজা মন চলে
মেঘের পাহার ঠেলে
তোমার সুদুর পুরে
ও বুকের খাচায় আশ্রয় খুজে
তাই সর্বস্ব উজার করে চলে মন
তুমার তরে
তুমিময়তার ঘোরে