রুটিনে বাধা জীবন, আর ডাংগুলি-মার্বেল খেলা
ছেড়ে এসেছিলাম স্বাধীনচেতা হবো বলে
শিল্পজগতের অলিগলি ঘুরে,উঠেছিলাম নাট্য মঞ্চে
অভিনয়ের গ্রহণযোগ্যতা নারীর গ্রীবাদেশে দেখে
আমি মুখ ফিরিয়ে নিজেকে ডুবিয়েছি বইয়ের পাতায়
সপ্ন খোজবো বলে
কিন্ত সেই স্বপ্ন যখন গ্রেডাসীটের মাঠে লাল কার্ড খেলো, তখন আমি মিনারের পাদদেশে ঠাই দাঁড়িয়ে
শুনেছি বিভক্তির ঝাঝ
অথছ কথা ছিলো শ্বাশ্বত রুখবে আমার ভাংগন
দিবে না কোন বিভেদের বর
কিংবা সেখাবেনা আপন-পর
দেখাবে সে শুধুই সত্যের পথ
আর ঠিক তখন আমার পাশে ঘেষে চলেছে রাজনীতির যৌবন রথ
আমি সেই রথেও ঘুরেছি ক্ষানিকটা পথ
বিভক্তির মঞ্চ ছেড়ে, সত্য ছুতে
কিন্ত যখন দেখলাম সে রথের চাকা ঘুড়ে দাঁড়ায়
সম্পদের পাহাড়ে
তখন আমি বিষন্নতার নীল চোখে
ভবি ভালোবাসার পত্রে চালাচ্ছিলাম কবিতার বলপেন
মোহের সম্মোহনী আচে বর্ণ লুকাতে
কিন্তু সেও কেটেছে হিসেবের খাতার ভুলে
ভাবনার ব্যাকস্টেজে
প্রাগৈতিহাসিক সামাজিক হিসেব নিকেশে
এরি মাঝে আমি বৈষম্যের বিপরীতে দাড়িয়েছিলাম সাম্যের মেনুফেস্টুতে
বৈষম্য কে রুখবো বলে
তাও হারালো ডাবল স্টান্ডার্ড এর কফিনে
অপ্রাপ্তির আতুরঘড়ে
আমি শান্তির পায়ড়া উড়াতে চেয়েছি
অহেতুক ভিড় এড়িয়ে
কিন্তু তাও হারিয়েছে শুন্যতার, ঝরো আকাশে
শান্তির কপোত ছিরে
উড়ছে সেই বিধ্বস্ত মুষ্টিতে
সংসারে সুতোয় বুনা আপোষী কপোত
নব নব উদ্দমে,আগামীর স্বপ্নদোষে