স্যার বলিলো ভুবেন পানে;
বাপু ফাইলের জমাট যা বেধেছে
তাতে কবে যে তুমার সিরিয়াল পড়ে
তা বলা মুশকিল আজ তুমারে
তয় মাস-ছয়েক তো লাগবে বটে
জরুরী হলে যাও কিছু রেখে টেবিল তলে
মাস-তিনেক যদি তাতে কমে
ভুপেন এলো মাস-তিনেক বাদে
স্যার কহিলেন,
এইতো আজি দিতে গিয়েছিলাম তুমার ফাইল সিরিয়াল টপকে
তা দেখলাম বড়বাবু গেছেন ছুটিতে
এসো তবে সপ্তা ক্ষানেক পরে
সবকিছু রাখবো তৈয়ার করে
এখন আর কিছু যাও তো ফেলে টেবিল তলে
সপ্তাহ ক্ষানেক বাদে যেই এলো ভুপেন
স্যার হাকিলেন,
এই যে মশাই দেরি করলেন ক্যানে?
ক্ষানিক আগেই গেলেন বাবু কর্তা ঘড়ে
বের হবেন লম্বা মিটিং সেরে
মাস ছয়েক পরে ভুপেন কহিলেন তারে,
স্যার মাস ছয়েক তো গেলো
আরবা কবে ফাইল খানা পাবো কাজ সেরে!
ধৈর্য কেন হারেলে বল
পাবে ফেরত আর কিছুদিন গেলে
অন্যরা কিছুটা বেশী ফেলে
নিয়েছে তুমার সিরিয়াল খানা কেড়ে
ফেলেছিলে বলে একটু কম টেবিলের তলে
তাইতে গেলো তাদের ফাইলটা তোমারটাকে ছেড়ে
আর কিছুদিন অপেক্ষা করো
সবরে মেওয়া ফলে