আমার গৃষ্মে তুই বর্ষা
আমার শীতে তুই উষ্ণতা
আমার আধার জুড়ে জোছনা তুই
তুই চাদের হাসি
তুই প্রভাতী পাখির সুর
আমার অজান্তের সব ভুল
তুই ই বিবর্ণ আকাশে একে-ফেরা সুখ
হিমেল হাওয়ার রোদেলা দুপুর
তুই গোধুলির উরন্ত পাখি
কিংবা সন্ধের ঝাড়বাতি
তুই বিষাদের আশ্রয়ম
জোনাক জ্বলা রাত্রী
পুষ্পের বুকে ভ্রমরার উঁকিঝুঁকি
তুই বেহিসাবি সময়ের ভাজে বুনা দিন
ভাবনার মাঝে আসা ভাবনার মিল
তুই নিভৃতে গড়া গল্প, আকাশ্চুম্বী স্বপ্ন
তুই আক্ষেপ, অপেক্ষা
আমার দুরপ্রিয় অনুভুতি