ফিকে হয় আসছে স্বপ্নীল সাম্য
ভুল মানবতার স্পর্শে
তাই স্বার্থন্বেষী প্রলোভনে চলছে সময়
ছল-চাতুরী আর মিথ্যে কথার বাহারে
ফলে, আগামীর আশ্বাসের তরী সাজিয়ে
জবরদস্তিতে গড়িতেছে সব বিশ্বাস
হানিয়া আঘাদ প্রতিবাদী মুষ্টিতে
তাই বোবাকান্না গুলো বইছে তাই নিশ্চুপে
উড়ন্ত লাল নীল বেলুনের অন্তরালে