আমার ভেতর কিছু নেই
যা ছিলো তা খুবলে নিয়েছে চলমান
পুর্বাহ্নের ভোরের ক্রমবর্ধমান উত্তাপে
ফিরবে বলে ভোরের শিশির হয়ে
চলে গেছে সব মধ্য দুপুর
গোধূলি বিকাল
কিংবা সান্ধ্য রাত

চলে গেছে সব
গল্প, কথা, শব্দ
ভালো লাগা, ভালো থাকা
ভালোবাসা

তাই আধারের বুকে অপেক্ষার প্রদিব জ্বেলে
চলছে সময়, ব্যার্থতার পাথর ভেংগে
ক্লান্তির বন্দীশালায় পরে আছে
পর্যদুস্ত রক্তাক্ত হাতুড়ি
শেষরাত্রির দেয়াল ভাংবে বলে
সঞ্চিত উদ্দমে

মুক্ত আকাশে  ডানা ঝাপটে উড়বে বলে
চলছে পখি বিষাদ হেমলক হাতে  
মেঘাচ্ছন্ন আগামীর নীলাচলে