তবু আমার দুয়ারে কোকিল ডাকে না
তবে কিসের বসন্ত তুমি হে!
কতশত উঠোন জুড়ে কোকিলের আনাগোনা
শুধু আমার দুয়েরেই তুমার পা পরে না
বাসন্তী শাড়ির আচলে এলায় না শরীর
বাজেনা বসরীর সুর
নিয়ম করে বসন্ত ফুল ফুটে
শুধু খোপায় ফুল গুজে সামনে দাঁড়ায় না
প্রেয়সীর অপলক চোখ
তবে কোন মুখে বসন্তের পর বসন্ত শেষে
তুমে এসে কড়া নারো আমার দুয়ারে
বসন্ত বরনের আহ্বানে
কোন ছলনার প্রতিবিম্ব রুপে
ডাকো! মনচুম্বনের আকুতিতে?
ঠোটে চেপে অগ্নিদগ্ধ সুর্য কিরণ!
কেন এলে এই শীত কুকড়ানো মনে
আলোক ছটা হাতে!
কেন হাতছিনি দাও মিথ্যা ছায়ায়
আকুল নয়নে, ছারখার করা চৈত্রের মেনুফেস্টোতে?