আধারের মুখে চন্দ্র হাসে
তোর হাসিতে
সহস্র নিরানন্দের ভিড়ে, বাজে আনন্দ ধ্বনি
বিষাদের আকাশে সুখের পায়ারা উড়ে
বাতাস গায় তুই তুই সুরে
সারাটা দিন কাটে তোর মোহে
রত্রী নামে তোর চোখ
বোবা স্বপ্ন একে
আশার বুনো হাওয়া ধেয়ে আসে
দখিনের জানালা হয়ে
প্রভাত আকবে বলে তোর কপালে
তাই অপেক্ষারা সব প্রহর কাটায়, নিদ্রা খুড়ে