আধার ঝাপটে ধরেছে
কপাটা বদ্ধ, আত্ববিধ্বংশী শেকলে
বদ্ধ ঘড়ে, হাসফাস করে প্রান
বাতাসে ভাসে সেই আদিম ঘ্রান
আর আলোগুলো চুর্ন হয়ে পরে থাকে
দেয়ালের ওপারে
অভেদ্য প্রাচীরের গা ঘেঁষে
তেজহীন, সামর্থহীন এক পরাজিত হস্তিরুপে
চারপাশের দেয়াল জুড়ে
গ্রাফিতের ন্যায় বন্দীত্যে ঘেড়া বুনো আচড়
আর ঘড়ের ভিতর ঢুকে আছে ঘড়
তাই একার মধ্যে বেড়েছে কোলাহল
আর স্তম্ভিত কর্নে, প্রতিধ্বনিত হচ্ছে বোবা কান্না
ভাবনার গভীরে যার অতল
কুটোর হতে বেরিয়ে আছে চক্ষুদ্বয়
আড়ষ্ট মনের অবনত স্বরে
বিষাক্ততার তিক্ত ছোবলে
প্রকম্পিত হচ্ছে, স্বীয় সত্তা
নব উত্থানের আর্তনাদে
তাই অপেক্ষার মগডালে বসে
ভাবছে হৃদয়
আসবে আলো
ফাকা হবে ধুয়োঘড়
সৃষ্ট হবে একটা নতুন দিন
নতুন রথ , কিংবা নতুন পথ