আমাকে ছেড়ে ইতিমধ্যে চলে গেছে সব ঘাসফড়িং এর দল
চলে গেছে সব জোনাকির নিভু নিভু আলো
এমনকি ঘাসের ডগায় জামাট শিশিরটাও শুকিয়ে গেছে সুর্যের তপ্ততায়
আর কচুপাতায় জমাট ভালোবাসার জল
সেতো ক্ষনস্থায়ী বসবাস শেষে উল্টে পরেছে
উত্তাল জলে
যেখানে মুক্তার খুজে পারি দিতে হয় গভীর জলরাশি
আমাকে ফেলে চলে গেছে দুরবীনের সর্বশেষ জলযানা, সুদুরের ঘন কালো অন্ধকারে
সমুদ্রের বুকে জেগে উঠা চরে
তছনছ হয়ে গেছে তালপাতায় সৃষ্ট বাবুই পাখিদের বাসা কোন এক সহিংস ঝড়ে
এখানে সভ্যতার কোন ছুয়া নেই
নেই কোন আদিম বসতি
প্রতিবেশী হিসেবে অবস্তানরত রয়েছে
কিছু জলজ,উভচর আর স্থলচর বিপন্ন প্রায় প্রানী
আর সংগ দিতে বসে থাকে রাতের একাকী চাদ আর দুরের সুখতারা তারা
আমকে ছেড়ে ইতিমধ্যে চলে গেছে সব নীরে ফেরা পাখি, সুর্যের সর্বশেষ কিরণ
পাখিদের কোলাহল,শুশুকের পিঠ
এমিনকি ধাবমন শ্রাবনের এক টুকরো মেঘও
অপেক্ষা করেনা এখানে আর
গল্পের ছলে রাত পোহাতে
এই জনমানবহীন নিস্তব্ধ ভুখন্ডে
শেষ ভরসা সরুপ উপোত হয়ে পরে আছে
বৈঠাহীন একটা ছোট্ট নৌকা
কিছু খরকুটো, একটা দেশলাই খোল,আর কিছু অপব্যাবহৃত দেশলাই কাঠি
অতএব আমকে বেছে নিতে হবে সেচ্ছা বনবাস অথবা ভাটির কিনারা বিহীন অজান পথ
যে পথের শেষ গন্তব্য রাক্ষুসে পল্লী কিংবা মহাকালের পাকে বিদ্ধস্থ দেহের উচ্ছিষ্ট কংকাল
আমাকে এই বালুতীরে ফেল
চলে গেছে সব কিছু
শুধু জৈব দেহ ব্যাতিরেকে আর যা কিছু ছিলো সব কিছু চলে গেছে, আমাকে রেখে
আমাকে ছেড়ে
বহু ক্রোশ দূরে...