বিষাদ বেরামে ধুকছে পাখি
একাকী  অরন্যকে
নীর হারা শুন্যতার প্রান্তরে
একাকীত্বের ঘুর্ণি বৃত্তে  

উড়ছে পাখি আধার জুড়ে
মরন বিলাসী ইচ্ছের হাওয়ায় গা এলিয়ে
অপ্রত্যাশিত হাহাকারের, অস্থায়ী প্রস্থানে
ছুটছে পাখি, কত শত গল্প জুড়ে

সহস্র অদেখা দৃষ্টির
নিরনকুশ প্রত্যাখ্যানে আহত রক্তিম চোখে
বিষাদের বুকে ধাবমান হৃদয়
তিখনো দৃষ্টের নিয়মতান্ত্রিক ভুলে

তবু রক্তিম হৃদয় নেই বসে
উষ্ণ অভর্থনার স্নেহ ঢেকে
বিষাক্ত নগরীর সিংহদ্বারে
আশার প্রদিব জ্বালায় সে
বিদায়ের পুর্বাহ্নে

তোমারা-আমার নির্বাক বসন্তে