দুই দিক দু-চোখ ঘুড়ে
দুই পাহাড়ি স্বপ্ন বুনে
ইচ্ছের ভোদা পথ ধরে
হামাগুড়ি দেয় মন কাদামাটি জলে
তাই বারে বারে ফিরে বিষাদের নীলে
অবশিষ্টের নিশান শুন্যে উড়িয়ে
দিন কাটে তাই বর্ষপঞ্জি ঘুরে
আমাদের নিয়মতান্ত্রিক অনিয়মে
দু-চোখ তবু পিছু ফেরে
এক চোখা স্বপ্ন নিয়ে