তোর প্রেমে হাবু ডুবু খাচ্ছি
তুই তো তা জানিস না
আমি তোর অতল গভীরে ডুবে গেছি
অষ্টপ্রহরের প্রথম থেকে শেষ অব্দি
উষার শিশির ভেজা ঘাস থেকে মধ্যাহ্নের ছায়া
উদাসী বিকেল, দিব জ্বলা সন্ধ্যা, জোছনা মাখা চাঁদ
কিংবা বিষাদের মাঝ রাত্রী
এই সমস্ত কিছুর মধ্যে ডুবে গেছি, তোকে নিয়ে
হারিয়ে গেছি অচীন পথের অচীন শহরে
অচীন কোন নগরে
নিশীথার স্বপ্ন দরজার অলিগলি জুড়ে এখন শুধুই তুই আর তুই এর বসতি
তোর চোখ, তোর মুখ, তোর হাসি
তোর এলোকেশে চুল থেকে টাকনোর রুম ঝুম নুপুর
তোর কোমল স্পর্শে জরানো ভোর
কিংবা শীতজমা ঠোটের উষ্ণতা
কল্পরজ্যের সর্বস্ব জুড়ে বেজে উঠেছে মন
এক মোহনীয় অনুররনে
আটকে আছি কিংবা হারিয়ে গেছি
তোর আগ্রাসী মায়াজালে
আর ডুবে আছি, তোর নীলচে আকাশে
অজান্তের হাতছানিতে