সহস্র চাহিদার ঝরো হাওয়ায়
বুক চিতিয়ে ছুটছি
অদেখা আমার পিছু
ভাংগা স্বপ্নের গায়ে আচর কেটে
কল্পনার চুড়ায় বসে লিখছি হিসেব
প্রাপ্তির ঐ নীলচে আকাশে
তৃষ্ণার্ত হৃদয় চলছে ধেয়ে
শুষ্কতার বুকে নোনা ঘাম ঝড়িয়ে
থেতলানো মন ফেলবো বলে
দুঃসাহসিকতার অগ্নিকুন্ডে
ছুটছি তাই অনিদ্রা ঘোরে
অস্পষ্ট পথের প্রান্ত ধরে
পৌছতে সেই অজান সুখপুরে