শুনছো মখেন!
আমাদের জীবন অনেকটা অর্থোপটেরা বর্গের
অ্যাক্রিডিডি গুলোর মতন
এটাকে তুমি বোধহয় ঘাসফড়িং বললে খুব ভালো করে চিনবে
এরা বহুরুপী পোকা
এদেরকে তুমি বিভিন্ন দেশে বিভিন্ন রুপে দেখতে পাবে
বুঝলে মখেন!
আমাদের জীবনটাও ঠিক অমন
এরাও যেমন খুব অল্প সময়ের মধ্যে
অনেক প্রজাতির বংশের বাতি জ্বালাইয়া মইরা যায়
মানুষের জীবনটাও হইলো অমন
যাইহোক মখেন শুনো!
এই নিরিহ পোকা গুলাই আবার
হিংস্ররুপে গ্রামের পর গ্রামের ফসল ক্ষেত উজার কইরা দেয়
অস্তিত্ব রক্ষার জন্যে
বাচবার জন্যে এরা নিজেই নিজের
রুপ বদলায় পংগপাল নামে
আর সসীম সময় শেষে এরা হারায়াও যায়
প্রজন্মের ক্রমবৃদ্ধি ধরে রেখে
অবশেষে এরাও চলে যায় মহাকালের অন্তরালে